নভেম্বর ২৮, ২০২২
সকল শিক্ষা বোর্ডের
২০২২
সালেরএস এস সি, দাখিল, ভোকেশনাল (এস এস সি)
পরীক্ষার ফলাফল২৮ নভেম্বর ২০২২
তারিখে প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার পর সরাসরিফলাফলের সেবাসমূহ পাতায়
গিয়ে ফলাফল দেখা যাবে। পরীক্ষার বোর্ড, পরীক্ষার নাম, পরীক্ষার সাল, পরীক্ষার রোল নম্বর, পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, ইত্যাদি ব্যবহার করে সরাসরি ফলাফল দেখা যাবে। প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল দেখতে প্রতিষ্ঠানেরই আই আই এন
নম্বর ব্যবহার করতে হবে। প্রতিষ্ঠানেরই আই আই এন
নম্বর জানা না থাকলেExam
,Year
,Board
সিলেক্ট করে,Result Type
এInstitution Result
সিলেক্ট করেTree
অথবাList
বাটনে ক্লিক করে প্রতিষ্ঠানেরই আই আই এন
নম্বর বের করা যাবে। প্রার্থীর বিস্তারিত ফলাফলে বিষয় ভিত্তিক গ্রেড দেখানো হয়। যদি বোর্ড কর্তৃক বিস্তারিত নম্বর প্রকাশ করা হয় তাহলে বিষয় ভিত্তিক গ্রেডের সাথে নম্বর ও প্রদর্শিত হবে। যদি কোনো নির্দিষ্ট বোর্ডের বিস্তারিত নম্বর প্রদর্শিত না হয় তাহলে উক্ত বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ফলাফল দেখার পর আপনি গ্রেডশীট অথবা মার্কশীট প্রিন্ট এবং ডাউনলোড করতে পারবেন। ফলাফলের বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত জানতেহোমপেজ
ভিজিট করুন।