ফলাফল দেখুন
এখানে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের সকল পাবলিক পরীক্ষার ফলাফল পাওয়া যায়। প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহজেই গ্রেডশীট অথবা মার্কশীট (যদি প্রকাশিত থাকে) ডাউনলোড করা যায়। ফলাফলের সাথে ফলাফলের বিশ্লেষণ (এনালিটিক্স) ও পাওয়া যায়।
এখানে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের সকল পাবলিক পরীক্ষার ফলাফল পাওয়া যায়। প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহজেই গ্রেডশীট অথবা মার্কশীট (যদি প্রকাশিত থাকে) ডাউনলোড করা যায়। ফলাফলের সাথে ফলাফলের বিশ্লেষণ (এনালিটিক্স) ও পাওয়া যায়।
সকল শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এইচ এস সি, আলিম, ভোকেশনাল (এইচ এস সি/বি এম) পরীক্ষার ফলাফল ২৬ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার পর সরাসরি ফলাফলের সেবাসমূহ পাতায় গিয়ে ফলাফল দেখা যাবে। পরীক্ষার বোর্ড, পরীক্ষার নাম, পরীক্ষার সাল, পরীক্ষার রোল নম্বর, পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, ইত্যাদি ব্যবহার করে সরাসরি ফলাফল দেখা যাবে। প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল দেখতে প্রতিষ্ঠানের ই আই আই এন নম্বর ব্যবহার করতে হবে। প্রতিষ্ঠানের ই আই আই এন নম্বর জানা না থাকলে Exam, Year, Board সিলেক্ট করে, Result Type এ Institution Result সিলেক্ট করে Tree অথবা List বাটনে ক্লিক করে প্রতিষ্ঠানের ই আই আই এন নম্বর বের করা যাবে। প্রার্থীর বিস্তারিত ফলাফলে বিষয় ভিত্তিক গ্রেড দেখানো হয়। যদি বোর্ড কর্তৃক বিস্তারিত নম্বর প্রকাশ করা হয় তাহলে বিষয় ভিত্তিক গ্রেডের সাথে নম্বর ও প্রদর্শিত হবে। যদি কোনো নির্দিষ্ট বোর্ডের বিস্তারিত নম্বর প্রদর্শিত না হয় তাহলে উক্ত বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ফলাফল দেখার পর আপনি গ্রেডশীট অথবা মার্কশীট প্রিন্ট এবং ডাউনলোড করতে পারবেন। ফলাফলের বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হোমপেজ ভিজিট করুন।